আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকাশিত হলো সাহিত্য সাময়িকী “প্রবাহ” এবং “সবুজ কলি” ।। আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    শুভ মহালয়ার পুণ্যদিনে বরাবরের মতোই ঐতিহ্য বজায় রেখে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো প্রবাহ ধলাই সংস্থা পরিচালিত ও জহর দেবনাথ সম্পাদিত সবার প্রিয় সাহিত্য সাময়িকী “প্রবাহ” (২৭তম সংখ্যা) এবং “সবুজ কলি” (২য় সংখ্যা)।

    এই প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিস্তৃত অঞ্চলের শতাধিক প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী এবং সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। সকাল ১০:৩০ মিনিটে মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন। তার আগে সকলেই প্রয়াত কবি জ্যোতির্ময় রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
    উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কবি অপাশু দেবনাথ, গল্পকার রীতা ঘোষ, কবি দিলীপ বণিক, বিশিষ্ট ছড়াকার ও কবি রতন আচার্য্য, সাহিত্যিক নীহার রঞ্জন দেবনাথ, বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানকর্মী অধ্যাপক ডঃ উৎপল দে, প্রবীণ গবেষক ও কথাসাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ ব্রজগোপাল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাহ ধলাই সংস্থা-র সভাপতি  গীতেন্দ্র ভট্টাচার্য্য মহাশয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিল্পীবৃন্দ।

    পরপর দুটি সাহিত্য সাময়িকী প্রকাশের পাশাপাশি এবারের অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হলো বিশিষ্ট কথাসাহিত্যিক ও সমাজকর্মী জহর দেবনাথের প্রবন্ধগ্রন্থ “রাষ্ট্র, সমাজ ও আদর্শ সমাজকর্মী”। ডঃ ব্রজগোপাল মজুমদার মহাশয়ের হাতে এই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হয়।


    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক জহর দেবনাথ মহাশয়। এরপর মঞ্চে উপস্থিত অতিথিরা একে একে নিজেদের অভিমত ও অনুভূতি প্রকাশ করেন।


    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বরাক উপত্যকা ও ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশে অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন—শিলচরের কবি সানি ভট্টাচার্য্য ও নবীন কবি শৈলেন দাস; ত্রিপুরার কবি ও ছড়াকার অনিল কুমার নাথ, শেখর সি দত্ত, ডঃ রবীন্দ্র কুমার দত্ত, বিভুলাল চক্রবর্তী, শ্যামল কান্তি দে, কৃপা মোহন চাকমা, প্রগতি চাকমা, নিশীথ রঞ্জন পাল, প্রসেনজিৎ রায়; শিশু সাহিত্যিক বিউটি শুক্লদাস, মৌমিতা দাস, পায়েল দত্ত, রেশমী দেবনাথ ও অগ্নিভা ঘোষ।

    বিভিন্ন পর্যায়ে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রীতা পাল, পৌষালী দেবনাথ ও শুক্লা রাণী দাস। নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী অদৃজা দত্ত ও গীতালি পাল।

    সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় ভরপুর এই আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত সকলেই নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা লাভ করেন।



    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২২শে সেপ্টেম্বর ২০২৫

     

    3/related/default