আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে নিখোঁজ মহিলার সংখ্যা ৯৮ ll বিধানসভায় মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ত্রিপুরা রাজ্যে নিখোঁজ মহিলার সংখ্যা ৯৮ জন। নিখোঁজ বালিকার সংখ্যা ৬ জন। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় অধিবেশনের দ্বিতীয় তথা অন্তিম দিনে সিপিএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী  (ডা.) মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মোট গত তিন বছরে (যথা, ২০২২, ২০২৩ এবং ২০২৪) রাজ্যে ৩১৬৪ জন মহিলা (১৮ বছরের উপরে) এবং ৫২৬ জন বালিকা (১৮ বছরের নীচে) নিখোঁজ হওয়ার সংবাদ রাজ্যের বিভিন্ন খানায় লিপিবদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত ৩১৬৪ জন নিখোঁজ মহিলার মধ্যে ৩০৬৬ জনকে এবং ৫২৬ জন নিখোঁজ বালিকার মধ্যে ৫২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ৯৮ জন মহিলা এবং ০৬ জন বালিকা এখনো নিখোঁজ রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান।





    akb tv news 

    23.09.2025

    3/related/default