নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার মুল অনুষ্ঠান হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী ডা মানিক সাহা, শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা অধিকর্তা এন সি শর্মা , পদ্মশ্রী ডঃ অরুনোদয় সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে এদিন ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার রাজ্যে সব ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা যেমন তুলে ধরেন তেমনি আগামী দিন রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সরকারের কি কি পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন। রাজ্যে কন্যা শিক্ষার্থীদের উন্নতিতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা যেমন তুলে ধরেন তেমনি সাধারন , কারিগরি , মেডিক্যাল , সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে যাতে একটা এডুকেশন হাব গড়ে তোলা যায় এই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি শিক্ষকদের ভুমিকার প্রশংসা করে বলেন তারা রাজ্যে মানব সম্পদ উন্নয়নে কাজ করে চলেছে বলেই আগামী দিন যারা শিক্ষা লাভ করে বেরুবে তাদের চিন্তা করার প্রয়োজন হবে না। রাজ্যে এখন বিশ্ব বিদ্যালয়ও অনেক গুলি হয়েছে। মহিলা বিশ্ববিদ্যালয় ও অচিরেই হবে। আগামী দিন রাজ্যে আরও বিশ্ব বিদ্যালয় আসার জন্য সরকারের সাথে আলোচনা করছে। তিনি বলেন এর একটাই কারন রাজ্যে এখন শান্তি রয়েছে। তাই বিনিয়োগকারীরা এখন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করতে চাইছে। এছাড়া এদিন তিনি প্রসঙ্গক্রমে বলেন যে বিরোধীরা অনেক কিছু বলবে। তারা যা বলার ব্লুক। রাজ্য সরকারের কাছে কিছু বলতে হয় না। রাজ্য সরকার জানে কোন সময় কি করতে হবে। সেটাই তারা করে যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন আগে যেখানে মাত্র ৩ শতাংশ ডি এ দেওয়া হয়েছিল সে জায়গায় তার ২৯ মাসের সময়কালে কোন মিটিং মিছিল ছাড়াই ২৯ শতাংশ ডি এ দেওয়া হয়েছে। বর্তমানে ৩২ শতাংশ ডি এ দেওয়া হয়েছে। এই ডি এ ‘র ব্যবধান কি ভাবে কমানো যায় সে চিন্তাও করা হচ্ছে বলে এদিন জানান তিনি। এই অনুষ্ঠানে এদিন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনরা।
Akb tv news
05.09.2025

