নিজস্ব প্রতিনিধি,
আবারো একবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধ্বজা তুলে রাম মন্দির তৈরির কাজ শেষ হওয়ার কথা ঘোষণা করবেন তিনি। জানা গেছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৫ শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের উপরে ধ্বজা ওড়াবেন তিনি। এই অনুষ্ঠানটির মাধ্যমে রাম মন্দির নির্মাণের সমাপ্তি ঘোষণা হবে।মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই তারিখের বিষয়ে সম্মতি দিয়েছেন। নির্মাণ কাজের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। মিশ্র বলেন, “প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে বোঝা যাবে মন্দির এবং এর পাশাপাশি অন্যান্য কাঠামোর নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে এবং ভক্তরা এখানে আসতে পারবেন।”
akb tv news
10.10.2025

