নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার পর্ষদ ভবনে এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী ফি বৃদ্ধির কথা ঘোষণা দেন l শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে এই আড়াই গুন ফি বৃদ্ধি রদ করার পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের অপ্রতুলতা , সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের প্রতি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার আহ্বান জানান। এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে এদিক গুলির উপর গুরুত্ব আরোপ করেন বিরোধী দলনেতা।
akb tv news
10.10.2025

