আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইন্দ্রনগর কালী মন্দিরে পুজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    মঙ্গলবার দুপুরে রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরে শ্যামা মায়ের উদ্দেশ্যে পূজো দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন ইন্দ্রনগর কালী মন্দিরে কুমারী পুজা অনুষ্ঠিত হয়। মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে রাজ্যবাসির মঙ্গল কামনা করেন সাংসদ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত মানবতা ভূলন্ঠিত হচ্ছে। বর্তমানে বাংলা নৈরাজ্যে চলছে। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত নামের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর স্বভাব দানবের মতো। পশ্চিমবঙ্গকে দানবমুক্ত করতেই হবে। বিজেপি সে লক্ষ্যেই এগোচ্ছে। দানবের মতো আচরণ করে বেশিদিন কেউ ক্ষমতায় থাকতে পারে না। সময় এলেই মানুষ জবাব দেবে। 






    akb tv news 

    21.10.2025

    3/related/default