নিজস্ব প্রতিনিধি,
শারদীয়া দুর্গোৎসব শেষ হওয়ার পরও রাজ্যে দল বদলের পালা অব্যাহত রয়েছে l আর এর মধ্যেই এবার জেগে উঠল তৃণমূল l এযেন মরা গাঙ্গে বান এল। শুক্রবার তৃণমূল কংগ্রেস ভবনে কদমতলা এবং সোনাইছড়ি থেকে ৩৫ জন সিপিআইএম সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে স্বাগত জানায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা। তারা এখন দলের হয়ে কাজ করবেন বলে বলে জানালেন নবাগতারা l
akb tv news
17.10.2025