আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে খোয়াইয়ে শ্যামা মায়ের আরাধনাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা, আরশিকথাঃ


    প্রতিবছরের ন্যায় ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোক্তারা খোয়াই টি‚কে‚ডি‚কে‚ রোডে বিবেকানন্দ চৌমুহনী সংলগ্ন স্থানে শ্রীশ্রী শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন। এই বছর পূজা কমিটির আহবায়ক হলেন সাংবাদিক সত্যরঞ্জন দেব‚ সভাপতি সাংবাদিক প্রদীপ ঘোষ‚ সহ-সভাপতি সাংবাদিক বাসুদেব ভট্টাচার্য্য‚ সম্পাদক সাংবাদিক শুভঙ্কর দে‚ সহ- সম্পাদক সাংবাদিক পঙ্কজ আচার্য্য ও সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ কোষাধ্যক্ষ সাংবাদিক মিঠুন আচার্য্য‚ সদস্য সাংবাদিক কালিদাস ভৌমিক‚ ব্যবসায়ী সুকৃত গোপ‚ আলোকচিত্রশিল্পী প্রশান্ত আচার্য্য‚ সাংবাদিক অনুপ দত্ত চৌধুরী‚ অতিথি অধ্যাপক সৌরভ গোপ‚ ব্যবসায়ী গোপাল গোপ‚ বাদল দেব প্রমুখরা।

    আসন্ন শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজানুষ্ঠান করার পাশাপাশি দুঃস্থদের  মধ্যে বস্ত্র বিতরণ করা হবে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, প্রয়াত সাংবাদিক শুভাশিস দাসের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ আরও বিভিন্ন সমাজ ও সংস্কৃতি সেবামূলক কাজ করা হবে। এটাও উল্লেখ যে‚ ঐক্যতান সার্বজনীন শ্যামা পূজা কমিটির তরফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে‚ দল-মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষকে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজানুষ্ঠানে আসতে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৮ই অক্টোবর ২০২৫
     

    3/related/default