নিজস্ব প্রতিনিধি,
স্মার্ট সিটি মিশনে আগরতলা শহর জুড়ে ড্রেন নির্মাণের কাজ চলছে। দুর্গাপূজা উপলক্ষে কাজ সাময়িক বন্ধ থাকার পর পুনরায় সেই কাজ শুরু হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে সেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন মেয়র। ধলেশ্বর শতদল সংঘ এলাকায় ড্রেন নির্মাণে কিচুটা সমস্যার সৃষ্টি হওয়ায় শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শন শেষে তিনি বলেন এই এলাকায় মন্দিরের সামনে একটি টয়লেট তৈরি করা হয়েছিল যা নিয়ে আপত্তি জানায় এলাকাবাসী। এই টয়লেট ভেঙ্গে ফেলা হবে এবং পরবর্তী সময় উপযুক্ত জায়গা দেখে প্রয়োজন অনুযায়ী তা নির্মাণ করা হবে। এছাড়া শতদল সংঘ সংলগ্ন ড্রেন নির্মাণ নিয়ে কিছুটা সমস্যা হওয়ায় তিনি ক্লাব কর্তিপক্ষ এবং এলাকাবাসীদের সাথে কথা বলেছেন এবং এই কাজে সহায়তার হাত বাড়িয়ে দেবার জন্য আহ্বান করেন। তিনি জানান ক্লাব কর্তিপক্ষ এ কাজে সহায়তার আশ্বাস দিয়েছেন । এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা , কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য , কর্পোরেটর সীমা দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা।
akb tv news
17.10.2025

