আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী উদযাপন ll AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধি,

    ৩১শে অক্টোবর কংগ্রেস দলের জন্য একটি বিশেষ দিন l ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৩১শে অক্টোবর ১৯৮৪ সালে শহীদ হন। শুক্রবার তার ৪১ তম মৃত্যুবার্ষিকী। প্রদেশ কংগ্রেস এদিনটি যথাযথ মর্যাদায় পালন করে। এদিন সকালে কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পতাকা উত্তোলন করেন বিধায়ক বিরজিৎ সিনহা, প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পতাকাও এদিন উত্তোলন করা হয়। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে উপস্থিত নেতৃত্বরা পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে গান্ধীঘাটস্থিত সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রসঙ্গত ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনিই ভারতে দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন । ১৯৮৪ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মাশালা স্বর্ন মন্দিরে ভারতীয় সেনা হানা দেয়৷ তার খেসারত ইন্দিরা গান্ধী দেন । সেই বছরই ৩১শে অক্টোবর নিজের দেহরক্ষীরাই তাঁকে হত্যা করে l 








    akb tv news 

    31.10.2025

    3/related/default