আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে পার্বত্য রাজ্য ত্রিপুরা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলির মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে ত্রিপুরা রাজ্য। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথ বলেন, “উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থানে উঠেছে আমাদের প্রিয় ত্রিপুরা। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এই সাফল্য শুধু প্রশাসনিক অর্জন নয়— এ যেন এক সবুজ বিপ্লবের সূচনা।”তিনি আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে রাজ্যের অসংখ্য কৃষক, প্রকৌশলী এবং কর্মীদের নিরলস পরিশ্রম। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই ত্রিপুরা আজ এই গৌরব অর্জন করেছে।উল্লেখ্য, প্রধানমন্ত্রী কুসুম যোজনা শুধু সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক উদ্যোগ। কৃষক-কেন্দ্রিক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন নিজেদের জমিতে সৌরশক্তি উৎপাদন করে বিদ্যুৎ ব্যবহার ও বিক্রি—উভয় ক্ষেত্রেই লাভবান হচ্ছেন। ত্রিপুরার এই সাফল্য নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল।l









    akb tv news 

    31.10.2025

    3/related/default