।। পুজোর সূচনা ও ঐতিহ্য ।।
আগরতলা শহরের স্মার্ট বাজারের ঠিক বিপরীতে অবস্থিত সুশমা অ্যাপার্টমেন্ট। প্রতি বছরই এই অ্যাপার্টমেন্টে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এই বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে এবছরের পূজা আরও বেশী করে মন ছুঁয়ে যায়। সম্পর্কের মেলবন্ধন আর কাঁধে কাঁধ মিলিয়ে পূজার আয়োজনে সকলের অংশগ্রহণে এবারের পূজা হয়ে উঠেছিলো এক পারিবারিক মিলন উৎসব।
“সুশমা” নামটি দেওয়া হয়েছে আমার ঠাকুমার নামে। প্রথমে আমার জন্মের পর বাবা এই পুজোর সূচনা করেছিলেন। ২০২৩ সালে সুশমা অ্যাপার্টমেন্টের উদ্বোধন হয়। তখন সবাই নতুন ছিলো। একে অপরকে আমরা চিনতাম না। ২০২৪ সাল থেকে আবার নতুনভাবে পুজো শুরু হয় এবং ২০২৫ সালে সকল ফ্ল্যাট সদস্যদের মিলিত প্রচেষ্টায় আমরা দ্বিতীয় বছরের দুর্গোৎসব পালন করলাম।
।। প্রতিমার সাজসজ্জা ।।
এবছর মা দুর্গাকে আসল ঢাকেশ্বরী সাজে সাজিয়ে আনা হয়েছে। সকলে মিলে খুব আনন্দে মাকে নিয়ে আসি। মায়ের আসার আনন্দে আমরা বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভেসে যাই।
।। ভোগ ও প্রসাদ বিতরণ ।।
সপ্তমী, অষ্টমী ও নবমী – এই তিন দিনই মাকে ভোগ নিবেদন করা হয়েছিল। দশমীর দিন মাকে দেওয়া হয় জলভাত ও ডালের বড়া। অষ্টমীর দিন আত্মীয়-বন্ধুদের নিমন্ত্রণ করে প্রসাদ বিতরণ ও একসাথে আনন্দঘন আড্ডার আয়োজন হয়েছিল।
।। সন্ধ্যারতি ও আনন্দঘন মুহূর্ত ।।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতো সন্ধ্যারতি। ধূপের ধোঁয়া আর গন্ধে আমরা শান্তির অবগাহনে নিজেদের শুদ্ধ করলাম। এ কদিন সকলে মিলে রাত ৩টা পর্যন্ত জেগে মা দুর্গার উপস্থিতি উপভোগ করেছি।
।। অ্যাপার্টমেন্ট পরিবারের একতা।।
ডাক্তার, শিক্ষক কিংবা ব্যবসায়ী – পেশা ভিন্ন হলেও আজ আমরা সবাই এক বড় পরিবারের সদস্য। এই পুজো আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
।। নবমী রজনী ।।
নবমীর রাতে সবার মধ্যে ছিল উৎসবের আনন্দ। আমরা নাচ-গান করে মাতিয়ে তুলেছিলাম পরিবেশ, এবং মাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিয়েছিলাম।
।। দশমীর বিশেষ আচার ।।
সকালবেলা সকল নারীরা মাকে বরণ করেন। এরপর অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। ঢাক ও ভাংড়ার তালে তালে আমরা মাকে দশমীঘাটে নিয়ে যাই। ছোট থেকে বড়, ৮ বছর বয়সের শিশু থেকে ৮০ বছরের প্রবীণ পর্যন্ত সবাই মিলে নেচে-গেয়ে অংশ নেন এই যাত্রায়।
।। বিসর্জন ।।
দশমীঘাটে মা দুর্গাকে ক্রেনের মাধ্যমে তুলে ৯ পাক ঘোরানো হয় এবং সম্পূর্ণ আচার মেনে মহাবিসর্জন সম্পন্ন হয়।
তনুশ্রী বনিক
সদস্যা,সুশমা অ্যাপার্টমেন্ট
আরশিকথা অতিথি কলাম
৫ই অক্টোবর ২০২৫

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
