আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকৃতির রোষে তছনছ উত্তরবঙ্গ।। চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিরামহীন ভারী বৃষ্টির দরুন দোসর নদীগুলির জলস্ফীতি। প্রকৃতির তুমুল রোষে তছনছ উত্তরবঙ্গ। একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আকার ধারণ করেছে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে ধস নেমে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর মিলেছে। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি হয়ে আতঙ্কে প্রতি মুহূর্ত কাটাতে হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটকদের। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করেন তিনি। দার্জিলিংয়ে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। তিনি জানান, দার্জিলিংয়ের পরিস্থিতি দিকে কেন্দ্র নজর সর্বদা নজর রাখছে। সবরকম সাহায্যের জন্য প্রস্তুত কেন্দ্র। ক্ষয়ক্ষতি যা হয়েছে, তাড়াতাড়ি তার মোকাবিলা হোক, এই প্রার্থনা প্রধানমন্ত্রীর।

     




    akb tv news 

    05.10.2025



     


    3/related/default