আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    আর এস এস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে পয়লা অক্টোবর বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংস্কৃতিকে রক্ষা দেশসেবায় আরএসএসের ভূমিকা ব্যাখ্যা করে এই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির কথায়, ”আরএসএস-এর গৌরবময় ১০০ বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা, দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ।এদিন দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, “১৯৬৩ সালে, আরএসএসের স্বেচ্ছাসেবকরাও ২৬শে জানুয়ারী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা দেশপ্রেম বুকে নিয়ে সগর্বে ও সম্মানের সঙ্গে পদযাত্রা করেছিলেন। সংঘের স্বেচ্ছা সেবকরা, যারা দেশসেবা এবং সমাজের উন্নতিতে নিরন্তর নিয়োজিত, তারই প্রতিফলন দেখা যাবে এই ডাক টিকিটে। এই স্মারক মুদ্রা এবং ডাক টিকিটগুলির জন্য আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বলে প্রধানমন্ত্রী জানান।”






    akb tv news 

    01.10.2025


    3/related/default