আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় নতুন বস্ত্র সহ শারদীয় শুভেচ্ছা জ্ঞাপনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা, আরশিকথাঃ


    রবিবার সকালবেলায় খোয়াই কালচারাল সেলের মূখ্য উপদেষ্টা তথা খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি‚ খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য পিযুষ কান্তি চৌধুরী খোয়াই পুর পরিষদের অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় প্রত্যেক নিবাসীদের বাড়ী-বাড়ী গিয়ে প্রবীণ‚ বয়স্ক মায়েদের হাতে নতুন শাড়ী তুলে  দিয়ে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।





    এই মহতী উদ্যোগে শামিল হয়েছেন খোয়াই কালচারাল সেলের অন্যতম সদস্য তথা সুপরিচিত সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ সদস্য সৌভিক দাস‚ সৌরচাঁদ নাগ‚ সমাজসেবক অসিত দাস প্রমুখরা।




    শুভ মহাষষ্ঠীর পূণ্যলগ্নে শারদীয় শুভেচ্ছা পেয়ে খুশির হাওয়া বইছে খোয়াই পুর পরিষদের অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডে। শারদোৎসবে আনন্দ ভাগ করে নিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। অত্র এলাকায় সবার উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ‚ ও সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচী সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩০শে সেপ্টেম্বর ২০২৫


     

    3/related/default