আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাসের প্রথম দিনই দাম বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,  

    দূর্গোৎসবের মাঝেই দাম বাড়ল রান্নার গ্যাসের। সেই মত এক ধাক্কায় প্রায় ১৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য।তবে গৃহস্থালির  ঘরে ব্যবহৃত ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান ওয়েলের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, ১৬ টাকা বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের নয়া দাম ১৭০০ টাকা। বর্ধিত এই দাম বুধবার অর্থাৎ ১লা অক্টোবর থেকেই কার্যকর হবে। গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। এক ধাক্কায় প্রায় ৫১ টাকা ৫০ পয়সা দাম কমে বাণিজ্যিক গ্যাসের। মূলত হোটেল-রেস্তোরা ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক  গ‌্যাস ব‌্যবহার করা হয়। শুধু কলকাতাতেই নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম।

     





    akb tv news 

    01.10.2025


    3/related/default