নিজস্ব প্রতিনিধি,
বর্তমান সময়ে ভারতের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে
বড় সমস্যা হল জনবিন্যাসের পরিবর্তন। আরএসএসের শতবার্ষিকী অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায়, বৈচিত্র্যের
মধ্যে ঐক্যসাধনের আদর্শ ভারতের আত্মায় রয়েছে। কিন্তু জাতপাত, ভাষা, আঞ্চলিকতা, উগ্রপন্থার
দ্বারা যে বিভেদ তৈরি হয় তা ভারতকে দুর্বল করে দেবে। প্রসঙ্গত, জনবিন্যাস বদল নিয়ে
স্বাধীনতা দিবসের ভাষণেও সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদি।রাষ্ট্রীয় স্বয়ং সেবক
সংঘের শতবর্ষ ছিল বুধবার।এই উপলক্ষে নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে
এই অনুষ্ঠান হয়। সেখানেই নরেন্দ্র মোদি বলেন, “আমাদের জনবিন্যাস বদলাতে ষড়যন্ত্র চলছে।
অনুপ্রবেশের কারণে আমাদের জাতীয় সুরক্ষা যতখানি বিপজ্জনক, বর্তমানে তার চেয়েও বেশি
বিপজ্জনক হয়ে উঠেছে জনবিন্যাসের বদল। ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শও নষ্ট হচ্ছে।”
তবে প্রধানমন্ত্রীর কথায়, এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে তাঁর সরকার।
akb tv news
02.10.2025