নিজস্ব প্রতিনিধি,
১লা অক্টোবর সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্ম জয়ন্তী।এদিন সুর সম্রাটকে
শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক
সাহা আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে
মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও তথ্য
ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ দফতরের অন্যান্য
আধিকারিকরা। পরিশেষে বক্তব্যের মাধ্যমে শচীন দেব বর্মনের গান সহ কৃতিত্ব নিয়ে কথা
বলেন মুখ্যমন্ত্রী।
akb tv news
01.10.2025

