নিজস্ব প্রতিনিধিঃ
২০২৬ সালে বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা
নির্বাচন অনুষ্ঠিত হবে।এর পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন।এনিয়ে
আগামী সপ্তাহের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে
যেতে পারে।দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা
তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ গুলিতে। আর তারপর থেকেই তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী
আধিকারিকের দপ্তরে।এদিকে, দিল্লির অশোক
রোডের নির্বাচন সদন সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ ১লা নভেম্বর থেকে বাংলা-সহ অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি
ও আরও ১০ রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তারপরই ডাকা
হবে সর্বদলীয় বৈঠক। যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলাস্তরেও। রাজ্যের মুখ্য নির্বাচনী
আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্যস্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। তেমনই জেলাস্তরেও
জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে
দিল্লিতে। যা প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে। এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও।
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরু করে দিয়েছে সব কয়টি
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। গত শুক্রবার থেকে ২৪ ঘণ্টা খোলা থাকছে সিইও
দপ্তর। ইতিমধ্যেই শো-কজ করা এক হাজারের বেশি
বিএলও এবং বিএলও-দের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
akb tv news
25.10.2025

