নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার থেকে শুরু হল চারব্যাপী ছট উৎসব। আর উৎসবের শুরুতে সকলকে
শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের কোণায় কোণায় এখন ছট উৎসব পালন করা
হয়। প্রত্যেককে আশীর্বাদ
করার জন্য ছঠি মাইয়ার কাছে প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে এক্স হ্যান্ডলে
সঙ্গীতশিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন তিনি।এক্স
হ্যান্ডলে ছট উৎসব নিয়ে একাধিক পোস্ট করেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি লেখেন,
“না হয়-খায় পবিত্র আচারের মাধ্যমে চারদিনের ছট উৎসব আজ শুরু হল। বিহার-সহ সমগ্র
দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যাঁরা উপবাস পালন করছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা
ও নমস্কার জানাই।” ছট উৎসবের মাহাত্ম্য তুলে ধরে আর একটি পোস্টে
প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের সংস্কৃতির এই মহৎ উৎসব সরলতা ও সংযমের প্রতীক। যার পবিত্রতা
এবং নিয়মনিষ্ঠা অতুলনীয় বলে তিনি উল্লেখ
করেন।
akb tv news
25.10.2025

