আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন।। দু’দিনের পটনা সফরে গেলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দু’দিনের সফরে পটনা গেলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।সফরকালিন সময়ে কমিশনের উদ্দেশে দুটি প্রস্তাব রাখল বিজেপি। দলের অন্যতম দাবি হল, বিহারে এক বা দুই দফায় হোক ভোট। এছাড়া বোরখা পরে ভোট দিতে যাওয়া মহিলাদেরও চিহ্নিত করার জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। শনিবার বিহার বিজেপি দলের সভাপতি দিলীপ জয়সওয়াল মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তখনই এক বা দুই দফায় ভোট এবং বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবির মিল রয়েছে কি না, তা যাচাই করার কথা বলা হয়। এছাড়াও স্পর্শকাতর গ্রামীণ এলাকায় পর্যাপ্ত আধা সেনা বাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেন জয়সওয়াল। পরে সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতা বলেন, “নির্বাচন প্রক্রিয়াকে অহেতুক দীর্ঘায়িত করার দরকার নেই।” প্রকৃত ভোটাররা যাতে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই বোরখা পরা মহিলাদের মুখের সঙ্গে তাঁদের ভোটার কার্ডের ছবি মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তিনি আরও দাবি করেন, যত তাড়াতাড়ি  সম্ভব বিহারের নির্বাচন সেরে ফেলা উচিত। প্রসঙ্গত, অবৈধ ভোটার বাছতে গিয়ে গাঁ উজাড় হয়েছে বিহারে। নিবিড় সংশোধনের পর রাজ্যে চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ পড়েছে ৪৭  লক্ষ ভোটারের নাম। SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিল ৭.৮৯ কোটি। প্রক্রিয়া  শেষে ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি।








    akb tv news 

    05.10.2025

     


    3/related/default