নিজস্ব প্রতিনিধিঃ
সব কিছু ঠিক থাকলে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর
গাভাই তাঁকে নিয়োগের সুপারিশ পাঠিয়েছেন কেন্দ্রে।আগামী ২৩শে নভেম্বর প্রধান বিচারপতির
দায়িত্ব থেকে অবসর নেবেন বিআর গাভাই। তারপরই
ওই চেয়ারে বসতে চলেছেন তাঁরই জুনিয়র বিচারপতি সূর্য কান্ত। আগেই নিজের উত্তরসূরি হিসেবে
বিচারপতি সূর্য কান্তের নাম উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি বিআর গাভাই।এবার আনুষ্ঠানিক ভাবেই সুপারিশ করলেন সেই নাম।
নিয়ম মত দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি
নিয়োগের তৎপরতা শুরু হয়। সেইমত একমাস আগেই উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইনমন্ত্রক
চিঠি পাঠিয়েছিল বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইকে। গত সপ্তাহে তার জবাব দিয়েছেন
প্রধান বিচারপতি গাভাই। তাতে তিনি ‘জুনিয়র’
বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে।
akb tv news
27.10.2025

_vb_13.jpeg)