নিজস্ব প্রতিনিধিঃ
ডিজিটাল গ্রেপ্তারির নামে সাইবার প্রতারণা
ক্রমশ বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। চক্রান্ত রুখতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে
দেওয়ার কথা ভাবছে আদালত। তার আগে সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহে সোমবার দেশের
সমস্ত রাজ্য গুলিকে নোটিশ পাঠাল আদালত। কোন
রাজ্যে কতগুলি ‘ডিজিটাল গ্রেপ্তারি’র অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে, সেই তথ্য সুপ্রিম
কোর্টে জমা দিতে বলা হয়েছে। সেই তথ্য খতিয়ে দেখে পরবর্তী নির্দেশিকা জারি হতে পারে।সোমবার
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলা ওঠে। আগামী তেসরা নভেম্বরের
মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত তথ্য
দিতে বলা হয়েছে। এদিন সিবিআইয়ের তরফে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
তিনি দাবি করেন, ‘ডিজিটাল গ্রেপ্তার’ এবং অন্য সাইবার প্রতারণার ঘটনাগুলি মূলত বিদেশ
থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। শুনানিতে মায়ানমার এবং তাইল্যান্ডের কথা উল্লেখ করেন তিনি।
সিবিআই তদন্তের কথা উল্লেখ করে দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “সিবিআইয়ের তদন্ত
কেমন এগোচ্ছে, সে দিকে আমরা নজর রাখব।সেক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশও দেব।” সম্প্রতি
কালে হরিয়ানার অম্বালার বাসিন্দা এক বৃদ্ধা ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে এক কোটি
৫ লক্ষ টাকা খোয়ান। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কেন্দ্রকে নোটিস পাঠায়
সুপ্রিম কোর্ট।
akb tv news
27.10.2025

