আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছট উৎসবের সমাপ্তি দিনে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মঙ্গলবার চার দিনের ছট উৎসবের সমাপ্তি ঘটেছে। এদিন ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ছট উৎসব দেশের মহান ঐতিহ্যের এক ঐশ্বরিক আভাস দিয়েছে।"আজ, ছট উৎসবের শুভ সমাপ্তি হল ভগবান সূর্যদেবকে প্রাতঃরাশ অর্ঘ্য প্রদানের মাধ্যমে। চার দিনের এই আচার-অনুষ্ঠানের সময় আমরা আমাদের মহান ঐতিহ্য ছট পূজার ঐশ্বরিক আভাস প্রত্যক্ষ করেছি। "এই পবিত্র উৎসবের অংশ হয়ে ওঠা আমাদের পরিবারের সকল সদস্যদের এবং যারা উপবাস করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। ছাঠী মাইয়া'র অসীম করুণা আপনাদের সকলের জীবনকে চিরকাল আলোকিত রাখুক," বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।








    akb tv news 

    28.10.2025

    3/related/default