আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রামগুনা চৌধুরী পাড়া হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রাবাসে র‍্যাগিং।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    এক অমানবিক ঘটনা। স্কুলের ছাত্রাবাসে র‍্যাগিং এর চিত্র ! এই বিরুপ চিত্র সামনে এল সোমবার । এই ঘটনা কুমারঘাট মহকুমার মাছমারার অন্তর্গত রামগুনা চৌধুরী পাড়া হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রাবাসের। সেখানে দেখা যাচ্ছে এক ছোট পড়ুয়াকে বেপরোয়া ভাবে মারধর করা হচ্ছে। ছাত্রাবাসের কক্ষের দরজা লাগিয়ে বেশ কয়েকজন পড়ুয়ার সামনে একটি যুবক লাঠি দিয়ে মারার পাশাপাশি লাথি কিল ঘুশি থাপ্পড় মারতে থাকে ছোট পড়ুয়াকে। নাম অবশ্য জানা যায় নি কে কাকে মারছে। তবে এই চিত্র রাজ্যের প্রত্যন্তের  ছাত্রাবাস থেকে সামনে আসায় ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সচেতন মহল এই ঘটনায় হতবাক। সংশ্লিষ্ট মহলের মতে এই ঘটনায় রে গিং নিয়ে আদালতের নির্দেশ যেমন উলংঘন করা হয়েছে তেমনি রাজ্য সরকার যে ভাবে  বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মধ্য দিয়ে প্রত্যন্তে শিক্ষা ব্যবস্থার  হাল হকিকত উন্নত করার চেষ্টা করছে , এতে যেন এই ধরনের ঘটনা একটা প্রশ্ন চিহ্ন একে দিয়েছে  বলে মনে করা হচ্ছে । দেখার বিষয় এই ধরনের ঘটনার তদন্ত আদৌ হয় কি না। আর হলেও এই ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়।  








    akb tv news 

    27.10.2025

    3/related/default