নিজস্ব প্রতিনিধিঃ
খুব সম্ভবত নভেম্বর থেকেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এমূলে বাংলা সহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা কতখানি এগিয়েছে নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চান দেশের মুখ্য নির্বাচনী অফিসারের নেতৃত্বে ফুল বেঞ্চ। প্রসঙ্গত, বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা।বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতেই হবে। এই পাঁচ রাজ্য হল, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী।
akb tv news
24.10.2025

