নিজস্ব প্রতিনিধিঃ
২৪শে অক্টোবর শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা গভীর শোক ও শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভি কাবেরী ট্রাভেলসের একটি এসি স্লিপার বাসে ৪১ জন যাত্রী এবং দুইজন চালক ছিলেন। কুর্নুলের চিন্নাতেকুরু গ্রামের কাছে একটি বাইকের সাথে সংঘর্ষের সময় বাসটিতে আগুন ধরে যায়। কুর্নুল জেলার কর্মকর্তারা জানিয়েছেন, কাচ ভেঙে বাস থেকে পালাতে সক্ষম হওয়া ২১ জন যাত্রী নিরাপদে আছেন। বাকি ২০ জন যাত্রীর মধ্যে এগার জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
akb tv news
24.10.2025

