নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ।শুধুমাত্র নবম শ্রেণি থেকে একাদশ শ্রেণি নয়, স্কুলের পাঠক্রমে যৌন শিক্ষা
আরও কম বয়স থেকেই যোগ করা উচিত। এমনটাই বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি
সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে একটি ধর্ষণ মামলায় জামিনের আবেদনের শুনানি
চলছিল বুধবার। অভিযুক্ত নিজেও নাবালক, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ)
ও ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা করা হয়েছিল। এছাড়া পকসো আইনেও মামলা
রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বেঞ্চ পর্যবেক্ষণ রাখে,
“আমাদের
মতে যৌনতার শিক্ষা বা সেক্স এডুকেশন অল্প বয়স থেকেই দেওয়া উচিত, নবম শ্রেণি থেকে নয়।”
akb tv news
09.10.2025

