নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান সময়ে এ আই তথা আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স ঢুকে পড়ছে সর্বত্র।এমনকি ভোটের প্রচারেও উঁকি মারতে শুরু করেছে কৃত্রিম
বুদ্ধিমত্তা। এই পরিস্থিতিতে দেশের নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী ও প্রচার
কারীদের সতর্ক করল। আসন্ন বিহার নির্বাচন। তার ঠিক আগেই জানিয়ে দেওয়া হল ডিপফেক ভিডিও তৈরি করে বিকৃত
তথ্য প্রচার থেকে বিরত থাকতে। প্রসঙ্গত, চলতি বছর দিল্লি বিধানসভা ভোটের আগেও একই বিষয়ে
উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল নির্বাচন কমিশনকে।কমিশনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে
তাতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু করতে ডিপফেকের সাহায্যে তথ্য ভ্রান্তি
ও সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য প্রচার করতে এআই
ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।’ সেই সঙ্গেই জানানো হয়েছে,
সমস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতা, প্রার্থী এবং তারকা প্রচারকরা তাদের সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্মে প্রচার করার ক্ষেত্রে এআই ব্যবহারের সময় যেন উল্লেখ করে দেন তা এআই-জেনারেটেড।উল্লেখ্য,
আগামী ৬ ও ১১ই নভেম্বর দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে বিহারে। ১২১টি আসনে প্রথম দফায় নির্বাচন
হবে। বাকি ১২২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। গণনা হবে আগামী ১৪ই নভেম্বর।
akb tv news
09.10.2025

