আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে মোট ১২টি একলব্য মডেল আবাসিক স্কুল চালু হয়ে গেল।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জম্পুইজলায় ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক স্কুলের উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব্বর্মা ও জম্পুইজলা আর ডি ব্লকের বি এ সি চেয়ারম্যান সহ টি টি এ এ ডি সি’র উচ্চ পদস্থ আধিকারিকরা। গাছে জল ডেলে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের রাজ্যে আজ এই একলব্য মডেল আবাসিক স্কুলটি নিয়ে মোট ১২টি স্কুল চালু হয়ে গেল। এই নতুন স্কুলে এখন পর্যন্ত ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। এখানে মোট ৪৮০ জনকে ভর্তি করা হবে। ধিরে ধিরে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আমি আশা করি আজ যে স্কুলের উদ্ধোধন হল তা সত্যিকার অর্থে আগামিদিন যেন যে উদ্দেশ্যে করা হয়েছে তা সফল হবে।এদিন স্কুলটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।     

     






    akb tv news 

    09.10.2025


    3/related/default