নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে
দিল দেশের সুপ্রিম কোর্ট। তবে ফাটানো যাবে কেবল সবুজ বাজি। গ্রিন ক্র্যাকার পোড়ানোর
অনুমতি চেয়ে যে আর্জি জানানো হয়েছিল বুধবার তাতেই সাড়া দিল শীর্ষ আদালত। এদিন
প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিল, কেবল
মাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে। বাজি ফাটানোর সময়সীমা সকাল ৬টা থেকে
৮টা এবং সন্ধে ৮টা থেকে ১০টা। যারাই এই নিয়ম লঙ্ঘন করবেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া
হবে। এবছরের জুলাইয়ে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ঘোষণা করে রাজধানী এলাকার
মধ্যে সমস্ত ধরনের আতশবাজি তৈরি, মজুত, বিক্রি করা ও ফাটানো নিষেধ। এর চারমাস আগেই
সুপ্রিম কোর্টও আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করে। দিল্লি-এনসিআরে গ্রিন ক্র্যাকারেও জারি
হয়েছিল নিষেধাজ্ঞা।
akb tv news
15.10.2025

