নিজস্ব প্রতিনিধিঃ
অতি সম্প্রতি কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার
রনজয় দেববর্মাকে কুমারঘাটস্থিত সরকারি বাসভবনে ঢুকে দুষ্কৃতিকারীরা মারধর করলেও ঘটনার
সাত দিন পরও কোন গ্রেফতার নেই। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের
দাবিতে বুধবার স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের
পক্ষ থেকে উনকোটি জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন
সংগঠনের রাজ্য সভাপতি সূর্য কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক সত্যব্রত দাস, জেলা সভাপতি
সঞ্জয় পাল ও জেলা সম্পাদক সিদ্ধার্থ শংকর দেব সহ প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার। সংগঠনের
দাবি— প্রশাসনের নীরবতা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ডেপুটেশন
উপস্থিত সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন, “এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের গ্রেফতার
না করা প্রশাসনের অক্ষমতার পরিচয়।” মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের মহা-নির্দেশকের
কাছেও এবিষয়ে অবগত করা হয়েছে।
akb tv news
15.10.2025