আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইঞ্জিনিয়ারকে পেটাল দুষ্কৃতকারীরা।। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ডেপুটেশন প্রদান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অতি সম্প্রতি কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার রনজয় দেববর্মাকে কুমারঘাটস্থিত সরকারি বাসভবনে ঢুকে দুষ্কৃতিকারীরা মারধর করলেও ঘটনার সাত দিন পরও কোন গ্রেফতার নেই। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার  স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে উনকোটি জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে  ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সূর্য কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক সত্যব্রত দাস, জেলা সভাপতি সঞ্জয় পাল ও জেলা সম্পাদক সিদ্ধার্থ শংকর দেব সহ প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার। সংগঠনের দাবি— প্রশাসনের নীরবতা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ডেপুটেশন উপস্থিত সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন, “এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের গ্রেফতার না করা প্রশাসনের অক্ষমতার পরিচয়।” মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের মহা-নির্দেশকের কাছেও এবিষয়ে অবগত করা হয়েছে।







    akb tv news 

    15.10.2025 


    3/related/default