নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার দিল্লির যশভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এর উদ্বোধন
হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। অনুষ্ঠানের প্রথমে প্রধানমন্ত্রী ‘মেক ইন
ইন্ডিয়া’র শুরুর দিনের অভিজ্ঞতার কথা বলেন।অনুষ্ঠানে তিনি জানান, আজ প্রযুক্তি ক্ষেত্রে
ঠিক কতটা এগিয়ে গিয়েছে আমাদের ভারত।“শুরুর দিকে আমি যখন মেক ইন ইন্ডিয়া নিয়ে
কথা বলতাম, তখন অনেকেই ব্যাপারটা নিয়ে মজা পেত। অনেকে প্রশ্ন করত কীভাবে এত উন্নত প্রযুক্তির
জিনিস তৈরি করবে ভারত? আজ ভারত সেই উত্তর দিয়েছে। যে দেশে একাধিক জায়গায় এক সময় ২জি
নেটওয়ার্কই চলত না, আর সেই দেশের প্রতিটা জেলায় ৫জি নেটওয়ার্ক চলছে”। এছাড়াও তিনি এদিন
৪জি স্ট্যাকের কথাও বলেন। ৪জি স্ট্যাক হল সেই
সব যন্ত্র ও প্রযুক্তি, যার মাধ্যমে সম্পূর্ণ ৪জি নেটওয়ার্ক কাজ করে। প্রধানমন্ত্রী
জানান, আজ ভারত নিজস্ব ৪জি স্ট্যাক তৈরিও করে ফেলেছে। ফলে, বর্তমানে দেশে ৪জি প্রযুক্তির
টাওয়ার বসাতে বা ৪জি সিগন্যাল পাঠানোর জন্য বিদেশ থেকে কোনও যন্ত্রপাতি কিনতে হয় না।
এছাড়াও দেশীয় এই প্রযুক্তি রফতানি করতে প্রস্তুত ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী।
akb tv news
08.10.2025