আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার শাসকদলের তীব্র সমালোচনা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় ফুঁসছে বাংলার শাসক দল। বুধবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী ত্রিপুরা আসে তৃণমূলের ৬ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা, সায়নী ঘোষ। আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বিমানবন্দরে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। দীর্ঘক্ষণ বিমান বন্দরের বাইরে ধরনা দেন তাঁরা। বেশ কয়েক ঘণ্টা পর তৃণমূলের কার্যালয়ে পৌঁছন তাঁরা। এরপরই সেখান থেকে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মঙ্গলবার পুলিশের সামনে এই পার্টি অফিসকে যেভাবে ভাংচুর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছয় জনের এক প্রতিনিধি দল ত্রিপুরায় পাঠিয়েছে।ত্রিপুরা থেকে বিজেপি নেতারা পশ্চিম বাংলায় যান, তখন তারা অবাধে ঘুরে বেড়ান। কিন্তু বিজেপির সময় ত্রিপুরায় আসতে গেলেই হোটেলে ভাঙচুর, হোটেল মালিকদের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।  

     





    akb tv news 

    08.10.2025


    3/related/default