নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪শে অক্টোবর থেকে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন। এই মাসের শেষ দিকে চারটি নির্বাচনী সমাবেশ করবেন। রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল একথা জানিয়েছেন। প্রসঙ্গত, ভারত ব্লকে অব্যাহত বিভ্রান্তির মধ্যে বিহার নির্বাচনের জন্য দল কর্তৃক টিকিট না দেওয়ায় আরজেডি প্রার্থী মদন শাহ ভেঙে পড়েন। পোশাক ছিঁড়ে ফেলেন এবং রাস্তায় গড়িয়ে পড়েন। যার ফলে বিতর্কের মুখে পড়েন আরজেডি। রবিবার ওয়াইসির এআইএমআইএম ২৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে দুজন অমুসলিমও রয়েছেন। তালিকায় এআইএমআইএম-এর রাজ্য সভাপতি এবং বিহারে তাদের একমাত্র বিধায়ক আখতারুল ইমানের নাম রয়েছে। আগামী মাসে নির্বাচনের আগে মারহাউরা বিধানসভা আসনে যাচাই-বাছাই প্রক্রিয়া চলাকালীন লোক জনশক্তি পার্টির প্রার্থী সীমা সিংয়ের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর শনিবার বিহারের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) একটি বড় ধাক্কার মুখোমুখি হয়।
akb tv news
19.10.2025