আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেভাবেই কাজ করছি।।মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা

     

     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতীয় জনতা পার্টি রবিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।বিজয়া সম্মেলনিতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক বিষয় সহ প্রধানমন্ত্রীর লোকাল ফল ভোকালের প্রচার নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, গায়ের জোর দিয়ে খুন করে, অগ্নি সংযোগ করে নির্বাচনের আগে নির্বাচনের সময়, নির্বাচনের পরে এধরনের চিত্র তো আমরা দেখেছি। ২০১৮ সালের পর থেকে আমাদের যত গুলো নির্বাচন হয়েছে, ততবারই তারা বলেছে যে ছাপ্পা ভোট হয়েছে। তাসত্ত্বেও আমরা অনেক চেষ্টা করে এই সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আলাদা আলাদা ভাবে নতুন একটি পরিস্থিতি আনার চেষ্টা করছি। সরকারও করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেভাবেই কাজ করছি বলে তিনি জানান।








    akb tv news 

    19.10.2025 


    3/related/default