দুর্গাপুজোর আমেজ এখনো শেষ হয়নি। একাদশীতেও অনেক মণ্ডপে রয়ে গেছে প্রতিমা। পুজোর এই আমেজের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি। শুক্রবার কলকাতায় এলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেব। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষকের। প্রসঙ্গত, আর মাস সাতেক পর পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে। সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। গত ২৫শে সেপ্টেম্বর তাঁদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন ভূপেন্দ্র এবং বিপ্লব কুমার দেব। শুক্রবার কলকাতা বিমান বন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
akb tv news
03.10.2025

