আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নোবেল নিয়ে নিজের অভিমান প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    ফের একবার নোবেল নিয়ে নিজের অভিমান প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমাকে নোবেল না দিলে, তা আমেরিকার অপমান।” পাশাপাশি, নোবেল কমিটিকে তোপ দেগে তাঁর বক্তব্য, “ওরা এমন কাউকে নোবেল দেবে, যারা কিছুই করেনি।” এরপরই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বে চলতে থাকা একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এখনও পর্যন্ত আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। গাজা যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই ২০ দফার একটি প্রস্তাব পেশ করেছি। যদি ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ হয়, তাহলে তা আট নম্বর হবে। এরকম কাজ আগে কেউ করেননি। কিন্তু তা-ও আমাকে ওরা নোবেল দেবে না। ওরা এমন কাউকে দেবে, যিনি জীবনে কিছুই করেননি।” তিনি আরও বলেন, “নোবেল দেওয়া না হলে, তা গোটা আমেরিকাকে অপমান করা হবে। আমি পুরস্কার নিজের জন্য চাইছি না। দেশের জন্য চাইছি।





    akb tv news 

    03.10.2025

    3/related/default