আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আধার কার্ড সংশোধন করতে গিয়ে ঘুম নেই সোনামুড়াবাসীর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বর্তমান পরিস্থিতিতে ঘুম নেই সোনামুড়াবাসীর। আধার কার্ড সংশোধন করতে ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে পড়ছেন দূর-দুরান্ত থেকে আগত বহু মানুষ।তবে ভোর চারটা থেকে লাইনে দাড়ালেও আঁধার সংশোধনের কাজ করতে পারছে না সোনামুড়ার জনগণ। দীর্ঘ সাত ঘন্টা অপেক্ষা করতে হয় শুধু লাইন পাওয়ার জন্যই। প্রতিদিন ৩৬ জনের বেশি কাজ হয় না। লাইন দেখলে মনে ভোট প্রদান কিংবা রেশন সামগ্রী নেওয়ার জন্য লাইন। কিন্তু বাস্তব চিত্র হল নাগরিকদের  জরুরি নথিপত্র ঠিক করার লাইন সোনামুড়া অফিস টিলায়। ৩৬ জনের বেশি হলে আজকে আর হবে না, এই ভেবে সূর্যের আলো পড়ার আগেই সোনামুড়া অফিস টিলায় অবস্থিত আধার সেকশনে এসে লাইন ধরতে হয় জনগণকে। দালাল প্রথা বন্ধ করতে এই নিয়ম চালু করেছিলেন মহকুমা শাসক। কয়েক দিন সঠিক পরিষেবা পেলেও অফিসে কয়েকটি কম্পিউটার সহ আধার অফিসে  কিছু সমস্যা থাকায় একটি কম্পিউটারে চলছে কাজ। যার ফলে এই সমস্যা তৈরি হয়েছে নতুন করে। এর সঙ্গে রয়েছে কর্মচারী সংকটও। শুধু আধার নয়, অফিসটিলার সব কাগজপত্র তৈরি করতে গেলে একই দশা। এরফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে সোনামুড়াবাসীকে।












    akb tv news 

    30.10.2025



    3/related/default