নিজস্ব প্রতিনিধিঃ
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার
বিহারের ভোট প্রচারে গিয়ে একযোগে রাহুল গান্ধী
এবং তেজস্বী যাদবকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কটাক্ষ,
বিহারে দুই নেতা নিজেদের ‘যুবরাজ’ বলে দাবি করেছে। তারা আসলে দুর্নীতির যুবরাজ। তাদের
পরিবার আসলে দুর্নীতিগ্রস্ত পরিবার।বিহারে ২০ বছর ধরে ক্ষমতায় নীতীশ কুমার।
এর বেশিরভাগ সময় এনডিএর শরিক হিসাবে। অথচ বিহারের ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি নীতীশ রাজের উন্নয়ন, সাফল্যের চেয়ে বেশি করে তুলে ধরছেন ২০ বছরের পুরনো ‘জঙ্গলরাজ’
প্রসঙ্গ নিয়ে। মোদি বলেন, পাঁচটি ‘ক’-কে কেন্দ্র করে এই ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত কাট্টা,
ক্রুরতা, কটুতা, কুশাসন, এবং দুর্নীতি।এরপরই সরাসরি তেজস্বীদের তোপ দাগেন নরেন্দ্র
মোদি। তিনি বলেন, “বিহারের এই ভোটযুদ্ধে দু’জন যুবনেতা আছে যারা নিজেদের যুবরাজ বলে
মনে করেন। তারা আসলে দুর্নীতির যুবরাজ। একজনের পরিবার গোটা দেশের
সবচেয়ে দুর্নীতিবাজ পরিবার। আর একজনের পরিবার গোটা বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।
আর এরা দু’জনেই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির
অভিযোগে জামিনে মুক্ত বলে প্রধানমন্ত্রী জানান।”
akb tv news
30.10.2025

