নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটিকে নিয়ে বুধবার
নিগমের সভাগৃহে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ
দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ
অন্যান্য আধিকারিকরা। বৈঠকে মূলত আলোচনা হয় তপশিলি জাতি কল্যাণ নিগমের গত তিন-চার
বছরের কি সাফল্য হয়েছে এবং আগামী দিনে তপশিলি জাতি অংশের মানুষের কতটুকু সুবিধা পাইয়ে
দেওয়া যায় তার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী বলেন, ত্রিপুরা তপশিলি জাতি
কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার হিসেবে যারা নিযুক্ত
হয়েছেন তাদেরকে নিয়ে প্রথমবার আমাদের একটি বৈঠক হচ্ছে। এই বৈঠকের মুল উদ্দেশ্য হচ্ছে
এস সি কর্পোরেশন গত দুই চার বছরে তাদের কি সাফল্য হয়েছে, তা নিয়ে পর্যালোচনা করা বলে
মন্ত্রী জানান।
akb tv news
29.10.2025

