নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের
জনজাতিদের সঙ্গে বড় ধরণের প্রতারণা করছে কেন্দ্র ও বিজেপি সরকার। এই বনধ হল বিজেপি
ও মথার মিলিঝুলি বনধ। এরফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে আম জনতা। এই বনধের আড়ালে তীব্র
চক্রান্ত লুকিয়ে আছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও
বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।এদিন তিনি বলেন, দুই
বছর অতিক্রম হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তির শর্ত
পূরণ করেনি। দিল্লিতে জনজাতিদের অধিকার আদায়ের জন্য না সংসদে, না সংসদের বাইরে কোন
আন্দোলন দেখা যাচ্ছে। তাহলে ত্রিপুরায় বনধ ডেকে কী লাভ হবে?, তিনি অভিযোগ করেন,
শাসক জোটের শরিক হয়েও সুবিধা ভোগ করে এখন বনধ ডাকছে তিপ্রা মথা যা সম্পূর্ণ
রাজনৈতিক দ্বিচারিতা। তাঁর কথায়, এই বনধের আড়ালে তীব্র চক্রান্ত লুকিয়ে আছে। এডিসি
নির্বাচনে লাভ তুলতেই তিপ্রা মথা ও বিজেপি
মিলে জনজাতি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সামনেই ভিলেজ কমিটির নির্বাচন।
তাঁদের হাতে কোন নতুন ইস্যু নেই বলে তিনি জানান।
akb tv news
23.10.2025

