আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এই বনধ তিপ্রা মথা ও বিজেপি’র একটা ঘরোয়া ব্যাপার।। বিরোধী দলনেতা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ডাকা ২৪ ঘন্টার বনধ নিয়ে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে সিভিল সোসাইটির আড়ালে ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রা মথার যে বনধ এসম্পর্কে আমি গতকালই বলেছিলাম এটা তিপ্রা মথা ও বিজেপি’র একটা ঘরোয়া ব্যাপার। স্বামী-স্ত্রীর মত সকালে ঝগড়া , বিকেলে আবার হাসিখুশি। তো কেন এই বনধ ডাকতে হল? বিজেপি ও তিপ্রা মথা দুটি দলই জন বিচ্ছিন্ন। গত সাড়ে সাত বছরে তাদের পাপের বোঝা ক্রমশ বারছে। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে বলে তিনি জানান।








    akb tv news 

    23.10.2025


    3/related/default