আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জ্বালামুখী সাহিত্য পত্রিকার শারদ সংকলনের উন্মোচনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ১লা অক্টোবর সন্ধ্যায় অমরপুর বিবেকানন্দ ক্লাব মুক্তমঞ্চে প্রকাশিত হলো জ্বালামুখী সাহিত্য ও পত্রিকার রজত জয়ন্তী পূর্তি উপলক্ষে সপ্তদশ সংখ্যা শারদ সংকলনের উন্মোচন এবং সন্মাননা প্রদান অনুষ্ঠান।



    এর উদ্বোধক ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। এছাড়াও ছিলেন অমরপুর প্রেস ক্লাবের সভাপতি প্রাণময় সাহা, বিশিষ্ট সাংবাদিক রুপম চক্রবর্তী, অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, এডভোকেট তথা কবি ডঃ প্রণব সেনগুপ্ত, পশ্চিমবাংলা থেকে আগত বিশিষ্ট কবি প্রাবন্ধিক শঙ্কর প্রসাদ সরকার, উজ্জ্বল দত্ত সহ একাধিক কবি লেখক।



    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় গোপাল আচার্য। স্বাগত ভাষণ রাখেন জ্বালামুখী সম্পাদক তথা বিশিষ্ট কবি সুবীর সেন ঘোষ। বই প্রকাশ অনুষ্ঠানে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস এবং পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ মহোদয় কে জ্বালামুখী রজত জয়ন্তী ২০২৫ সম্মাননা তুলে দেওয়া হয়।



    একই সঙ্গে সমাজে বিভিন্ন স্তরে অবদান রেখেছেন এমন নয়জনকে স্বর্গীয় লালমোহন ঘোষ স্মৃতি সম্মাননা- ২০২৫ এবং স্বর্গিয়া কানন বালা ঘোষ স্মৃতি সম্মাননা ২০২৫ সম্মাননা তুলে দেওয়া হয়।




    অনুষ্ঠান মঞ্চে পশ্চিমবাংলার বিশিষ্ট কবি শংকর প্রসাদ সরকারের সাহিত্য পত্রিকা "উর্জা"- র শারদ সংকলনও এই মঞ্চে প্রকাশিত হয়।



    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ২রা অক্টোবর ২০২৫

     

    3/related/default