আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে শচীন দেব বর্মনের জন্মদিবস উদযাপনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা, আরশিকথাঃ


    বুধবার বেলা ১২ ’টায় খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের ব্যবস্থাপনায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের জন্মদিবস উদযাপন উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা‚ প্রধান অতিথি হিসেবে খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী‚ বিশেষ অতিথি হয়ে খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য দ্বয় শুভম আইচ‚ নির্ঝর ভৌমিক উপস্থিত ছিলেন।



    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের শিক্ষা ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় নাথ শর্ম্মা‚ এবং আহ্বায়ক ছিলেন খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা। অনুষ্ঠানে প্রথমেই উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করে নিয়েছেন আহ্বায়ক তথা খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা‚ এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক দুলাল দেব্বর্মা‚ তারপর উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সৌর প্রতিম শর্ম্মা।


    এরপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন প্রধান অতিথি পিযুষ কান্তি চৌধুরী ও উদ্ভোধক দেবাশীষ নাথ শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মৃত্যুঞ্জয় নাথ শর্ম্মা সংক্ষিপ্ত আলোচনা রাখার মধ্য দিয়ে নাতিদীর্ঘ পরিসরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২রা অক্টোবর ২০২৫

     

    • নবীনতর

      খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে শচীন দেব বর্মনের জন্মদিবস উদযাপনঃ আরশিকথা ত্রিপুরা

    3/related/default