নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার ৪৮তম কঠিন চিবর দান উৎসবের আয়োজন করা হয় রাজধানীর বুদ্ধ মন্দিরস্থিত
বেনুবন বিহারে।কঠিন চীবর দান হল বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব। যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা
পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোন সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে
মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়।ধর্মাবলম্বীরা পূণ্য লাভের আশায় প্রতি বছর এভাবে চীবর সহ ভিক্ষুদের
অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন।প্রতি বছরের মত এবছরও রাজধানীর বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। কঠিন চিবর দান উৎসব
উপলক্ষে বটগাছের নিচে চারটি বৌদ্ধ স্থাপনা করা হয়। দিনভর নানা কর্মসূচির মাধ্যমে দিনটি
পালন করা হবে বলে বেনুবন বিহারের এক বৌদ্ধ
ভিক্ষু জানিয়েছেন।
akb tv news
12.10.2025