নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অধীন এবং সোনিয়া গান্ধীর দূরদর্শী নেতৃত্বে ঐতিহাসিক তথ্য অধিকার আইন ২০০৫ সালের ১২ই অক্টোবর কার্যকর হয়। এটি ছিল ইউপিএ সরকারের অধিকার ভিত্তিক এজেন্ডার ধারাবাহিকের প্রথম আইন, যার মধ্যে ছিল মনরেগা (২০০৫), বন অধিকার আইন (২০০৬), শিক্ষা অধিকার (২০০৯), ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের অধিকার আইন (২০১৩) এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন (২০১৩)। এই আইনের মূল লক্ষ্য ছিল নাগরিকদের সরকারি কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অ্যাক্সেসের ক্ষমতায়ন, সরকারকে আরও স্বচচ্ছ এবং জবাবদিহিমূলক করে তোলা।
akb tv news
12.10.2025