নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকেলে মহাকরনের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্যের পর্যটন, পরিবহন এবং খাদ্য ও জন সংভরন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আজ আমাদের ক্যাবিনেট মিটিং সংগঠিত হয়েছে। বরাবরের মতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে অফিসিয়ালি রাজ্যবাসিকে অবগত করতে চায়। ইলেকট্রিকেল, ম্যাকানিকেল ও সিভিলে ১০৪টি ম্যানেজার পদে শূন্যপদ পূরণ করার প্রস্তাব রাখা হয়েছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে গ্রেড-এ ও গ্রেড-বি’তে এই পদে নিয়োগ করা হবে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে ১০৪টি ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ পূরণ করবে বলে তিনি জানান।
akb tv news
28.10.2025

