নিজস্ব প্রতিনিধিঃ
বয়সের ভারে ন্যুব্জ হয়ে গিয়েছে শরীর।অবশ্য
তাতে কিছু যায় আসে না। বরং নিন্দুকদের মুখে ছাই দিয়ে নব উদ্যমে দেশ শাসনের গুরু দায়িত্ব
কাঁধে তুলে নিলেন নবতিপর পল বিয়া। মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ক্যামেরুনের প্রেসিডেন্ট
হলেন এই বৃদ্ধ।তাঁর বয়স ৯২ বছর। একইসঙ্গে প্রবীণ রাষ্ট্রপ্রধান হিসেবে গড়লেন বিশ্ব
রেকর্ড।প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে ক্যামেরুন দেশে। সেই নির্বাচনে
এবারও প্রার্থী হয়েছিলেন পল। নির্বাচনের পর সোমবার ফলাফল ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক
পরিষদ। যেখানে দেখা গিয়েছে, ৫৩.৬৬ শতাংশ ভোট পেয়ে অষ্টমবারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত
হয়েছেন তিনি। পলের প্রতিদ্বন্দ্বী ইসা চিরোম বাকারি পেয়েছেন ৩৫.১৯ শতাংশ ভোট। বিরোধীরা
অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
akb tv news
28.10.2025
