নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্য সফরে এলেন স্বস্ত্রীক গোয়ার রাজ্যপাল পশুপতি অশোক গণপতি রাজু। রাজ্য
সফরে এসে বৃহস্পতিবার দুপুরে তিনি সিপাহিজলা চিড়িয়াখানা পরিদর্শন করেন। চিড়িয়াখানায়
সমস্ত পশুপাখি এবং সমস্ত এনক্লোজার পরিদর্শন করেন স্বস্ত্রীক রাজ্যপাল।এদিন তাঁর সঙ্গে
ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমা শাসক, চিড়িয়াখানার
অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা, সিপাহীজলা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার অতনু চক্রবর্তী
ও সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর সহ আরও অনেকে। পরিদর্শন শেষে
গোয়ার রাজ্যপাল সংবাদ মাধ্যমে বলেন, সিপাহিজলা চিড়িয়াখানাটি খুব সুন্দর। এই সিপাহিজলা
চিড়িয়াখানায় পশু পাখীদের নিরাপদ ভাবে রাখা হয়েছে। যাতে তাদের মধ্যে দূরত্ব বজায় থাকে।
এই পশু পাখীদেরকে বাঁচিয়ে রাখা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য বলে তিনি জানান।
akb tv news
23.10.2025

